• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

অপরাধ

হবিগঞ্জে ৭৪ কেজি গাঁজা সহ আটক ১২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০২৩

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ:

হবিগঞ্জ জেলা পুলিশের গত ২৪ ঘন্টার বিশেষ অভিযানে ৭৪ কেজি গাঁজা, ১৪৩ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। মামলা দেয়া হয়েছে ৮টি। রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জের পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আক্তার হোসেন জানান- শনিবার (২৩ ডিসেম্বর) ভোর পৌনে ৭টায় চুনারুঘাট উপজেলার চণ্ডিছড়া চা বাগানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এতে ৪৮ কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে এক পলাতক আসামীকেও গ্রেফতার করে ডিবি। একইদিন মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে ৩ জুয়াড়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এছাড়াও চুনারুঘাট থানার অভিযানে আহমদাবাদ ইউনিয়নের আমু চা বাগান এলাকা থেকে শনিবার দিবাগত রাত পৌনে ১০টায ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগে চুনারুঘাট শহরের হাতুন্ডা এলাকা থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। অপরদিকে বানিয়াচং থানার অভিযানে ৯ কেজি গাঁজা, ৯পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। লাখাই থানার অভিযানে ২০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়। আআজমিরীগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মো. আক্তার হোসেন বলেন- গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরকম অভিযান চলমান থাকবে। প্রেস কনফারেন্সে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads